Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

অনুষ্ঠিত হলো বিপিএল-২০২৫ প্লেয়ার্স ড্রাফট; কোন দলে কারা খেলবেন?

বিপিএল-২০২৫ খেলোয়ার ও দল


গতকাল ১৪ই অক্টোবর (সোমবার) ঢাকার পাঁচ তারকা হোটেল, প্যান প্যাসিফিক সোঁনারগাওয়ে অনুষ্ঠিত হয়েছে বিপিএল-২০২৫ এর প্লেয়ার্স ড্রাফট। ডিসেম্বরের শেষদিকে শুরু হতে যাওয়া ১১তম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি ৭টি দল ড্রাফট থেকে ও সরাসরি চুক্তির ভিত্তিতে দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে নিজেদের দল চূড়ান্ত করেছে।

এবারের বিপিএলে মোট ১৮৮ জন স্থানীয় খেলোয়াড় এবং ৪৪০ জন বিদেশি খেলোয়াড় প্লেয়ার্স  ড্রাফটে নিজেদের নাম নিবন্ধন করেছিল। দেশি খেলোয়াড়দের মোট ৬টি ক্যাটাগরি এবং বিদেশি খেলোয়াড়দের মোট ৫টি ক্যাটাগরিতে ভাগ করে ড্রাফট অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের ক্যাটাগরি অনুযায়ী সর্বনিম্ন ১০ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক মূল্য ধার্য করা হয়। দল গঠনের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের দেশি প্লেয়ারদের জন্য সর্বোচ্চ ৪ কোটি টাকা ও বিদেশি খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ ৩ কোটি টাকা খরচের সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল।

দেশি-বিদেশি তারকাদের সমন্বয়ে ফরচুন বরিশাল এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল। দলের পেছনে সবচেয়ে বেশি ৫ কোটি ৪৮ লাখ টাকা খরচ করেছে এই দলটি। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, শান্ত, তাওহিদ হৃদয়ের মত দেশি তারকাদের পাশাপাশি দলে ভিড়িয়েছেন ডেভিড মালাম, পাথুম নিশাঙ্কা, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, জেমস ফুলার ও নান্দ্রে বার্গারের মত খ্যাতিমান বিদেশি তারকাদের।

বিপিএলে ৪ বার শিরোপা জেতা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরে অংশগ্রহণ করছে না। নাম ও মালিকানা পরিবর্তন করে দুর্বার রাজশাহী নামে এ বছর আবারও অংশগ্রহণ করবে রাজশাহী দল। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের মালিকানা ও নামের পরিবর্তন হয়েছে। ঢাকার নতুন নাম "ঢাকা ক্যাপিটালস" আর চিটাগাংয়ের নতুন নাম "চিটাগং কিংস"।

আগের আসর থেকে দুজন খেলোয়ারকে রিটেইন করার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল তাদের সেরা দুই তারকা মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে এই সুযোগে ধরে রেখেছে। অন্যদিকে রংপুর রাইডার্স নুরুল হাসান ও মেহেদী হাসানকে, সিলেট স্ট্রাইকার্স তানজিম হাসান ও জাকির হোসেনকে এবং খুলনা টাইগার্স নাসুম আহমেদ ও আফিফ হোসেনকে দলে ধরে রেখেছেন।

দেশের তারকা ক্রিকেটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও রিশাদ হোসেন ড্রাফটে অবিক্রীত ছিল লম্বা সময়! শেষ পর্যন্ত তাদের দুজনকেই দলে ভিড়িয়েছেন ফরচুন বরিশাল। জাতীয় দল থেকে অবসর নেয়া মাশরাফি বিন মুর্তজা এবারও আছেন বিপিএলে। সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের আসরে খেলবেন তিনি। এছাড়া ঢাকা ক্যাপিটালের হয়ে খেলবেন লিটন দাস এবং সাকিব খেলবের চিটাগং কিংসের হয়ে।

এক নজরে বিপিএল-২০২৫ এর সাতটি ফ্র্যাঞ্চাইজি দলের খেলোয়াড়ের তালিকা:

ফরচুন বরিশালঃ

দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন,শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম

বিদেশি : পাথুম নিশাঙ্কা, জেমস ফুলার, নান্দ্রে বার্গার।

সরাসরি চুক্তি: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ডেভিড মালান। 

দুর্বার রাজশাহীঃ

দেশি :  জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, আকবর আলী, সানজামুল ইসলাম, এসএম মেহরাব হোসেন,  তাসকিন আহমেদ, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।

বিদেশি : সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

সরাসরি চুক্তি : এনামুল হক বিজয়।

ঢাকা ক্যাপিটালঃ

দেশি : লিটন দাস, সাব্বির রহমান, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, আসিফ হাসান।

বিদেশি : সাইম আইয়ুব, আমির হামজা।

সরাসরি চুক্তি : তানজিদ হাসান তামিম, স্টিফেন এস্কিনাজি, জনসন চার্লস, আমির হামজা, থিসারা পেরেরা, শাহনেওয়াজ দাহানি, মুস্তাফিজুর রহমান।

চিটাগং কিংসঃ

দেশি : মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মার্শাল আইয়ুব, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ।

বিদেশি : গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।

সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, মইন আলি, উসমান খান, অ্যাঞ্জেলো ম্যাথুস, শরিফুল ইসলাম, হায়দার আলি,  মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো।  

রংপুর রাইডার্সঃ

দেশি : সৌম্য সরকার, রাকিবুল হাসান, নাহিদ রানা, সাইফ হাসান, কামরুল ইসলাম, তৌফিক খান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর।

বিদেশি : আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

সরাসরি চুক্তি : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন।

সিলেট স্টাইকার্সঃ

দেশি :  মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, আরিফুল হক, রুয়েল মিয়া, রনি তালুকদার, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।

বিদেশি : রাহকিম কর্নওয়াল, রিস টপলি, সামিউল্লাহ শেনওয়ারি।

সরাসরি চুক্তি : তানজিম হাসান সাকিব, জাকির হাসান, পল স্টার্লিং, জর্জ মুনসি। 

খুলনা টাইগার্সঃ

দেশি : ইমরুল কায়েস, মোহাম্মদ নাঈম, মাহিদুল ইসলাম, হাসান মাহমুদ, জিয়াউর রহমান, আবু হায়দার, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।

বিদেশি : মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি।

সরাসরি চুক্তি : আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ