Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর; কবে, কখন, কোথায় খেলা?

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০২৫

 দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলার উদ্দেশ্যে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডিসেম্বরে বিপিএলের ১১তম আসর শুরু হওয়ার আগে এটাই বাংলাদেশ দলের বছরের শেষ সিরিজ।

রাজনৈতিক পট পরিবর্তন ও ক্রিকেট বোর্ডের বিরাট অদলবদলের পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ ক্রিকেটের যে নতুন সম্ভাবনার তৈরি হয়েছিল ভারত, সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের সাথে সিরিজ হারার পর তা অনেকটাই ফিকে হয়ে গেছে। অতীত ভুলে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো পারফরমেন্স করে বছর শেষ করতে চায় টাইগাররা।

সাদা পোশাকের টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে টাইগাররা। নভেম্বরের ২২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এন্টিগুয়ায় অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল চলে যাবে জামাইকার কিংস্টনে। সেখানে নভেম্বরের ৩০ থেকে ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে্র ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। ডিসেম্বরের ৮, ১০ ও ১২ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্য ৭:৩০ টায় ম্যাচগুলো শুরু হবে। সেন্ট ভিনসেন্টের কিংস্টাউনে টি২০
সিরিজের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করবে টাইগাররা। ডিসেম্বরের ১৬, ১৮ ও ২০ তারিখে বাংলাদেশ সময় ভোর ৬:০০ টায় ম্যাচগুলো শুরু হবে।

এর আগে ২০২২ সালের জুন/জুলাইতে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ দল। সেই সফরে টেস্ট ও টি২০ সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার মধুর স্মৃতি আছে বাংলাদেশ দলের।

ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শুরুতে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন রেখে স্কোয়াড ঘোষণা করলেও আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে কুঁচকিতে আঘাত পেয়ে ইনজুরিতে পরেন তিনি। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজের স্কোয়াড থেকেও ছিটকে গেছেন টাইগার অধিনায়ক। তার বদলে দলে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু। শান্ত না থাকায় টেস্ট সিরিজে সহঅধিনায়ক মেহেদি হাসান মিরাজ নাকি অন্য কেউ অধিনায়কত্ব করবেন এখনো নিশ্চিত করে তা জানা যায়নি। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে ইনজুরির কারণে মুসফিকুর রহিমকেও টেস্ট স্কোয়াডে পাচ্ছে না বাংলাদেশ।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেটাঙ্গনে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। ইতোমধ্যে সাকিব আন্তর্জাতিক টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে স্কোয়াডে তাকে রাখা হবে কিনা এ ধরনের প্রশ্ন উঠছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন দাস, সাহাদাত হোসেন দিপু, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, হাসান মুরাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ