বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। সাতটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আগামী ৩০শে ডিসেম্বর থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের তিনটি ভেন্যুতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। উদ্বোধনি ম্যাচে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে নবাগত দুর্বার রাজশাহী। কোয়ালিফায়ার ও ফাইনালসহ এবারের আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
গতবারের মত এবারের বিপিএলেও ৭টি ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো: ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। ঢাকায় প্রথম ফেইজে উদ্বোধনি ম্যাচসহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর টুর্নামেন্ট চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জানুয়ারির ৬ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুইদিন বিরতির পর চট্টগ্রামের চৌধুরি জহুর আহমেদ স্টেডিয়ামে ১৬ই জানুয়ারি থেকে ২৩ই জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর টুর্নামেন্ট আবার ঢাকায় ফিরবে। ঢাকায় দ্বিতীয় পর্বে এলিমিনেটর, কোয়ালিফায়ার, ফাইনালসহ লীগ পর্বের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৩শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত লীগের বাকি ম্যাচ, ৩রা ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ৫ই ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৭ই ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য ১ দিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে।
লীগ পর্বে প্রতিদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার ছাড়া সাধারণ দিনে প্রথম ম্যাচ দুপুর ১:৩০ টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬:৩০ টায় শুরু হবে। আর শুক্রবার দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২:০০ টায় আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭:০০টায়। এবারের বিপিএলের টিকিট ডিজিটাল প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। ঘরে বসে টিকিট কাটার সুবিধার্থে মুঠোফোন ও অ্যাপস ব্যবহার করে যে কেউ সহজে টিকেট সংগ্রহ করতে পারবে।
0 মন্তব্যসমূহ