Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার অসম্মতি ভারতের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পাকিস্তানে না যাওয়ার ব্যাপারে অসম্মতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ হিসেবে নিরাপত্তা ও সরকারের সম্মতি না থাকার কথা উল্লেখ করা হয়েছে। গত ১১ই নভেম্বর পাকিস্তানের লাহোরে একটি অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ এর সূচি প্রকাশিত হওয়ার কথা থাকলেও ভারতের পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত না হওয়ায় শেষ পর্যন্ত সূচি প্রকাশ করা সম্ভব হয় নি।

মিনি বিশ্বকাপ'খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে গুঞ্জন ও শঙ্কা চলছিল অনেকদিন ধরেই! সম্প্রতি ভারতের পক্ষ থেকে পাকিস্তানে না খেলতে যাওয়ার সিধ্যান্তের কারণে টুর্নামেন্ট আয়োজন নিয়ে নানারকম জটিলতা তৈরি হয়েছে। উল্লেখ্য, আইসিসি র‍্যাংকিংয়ের সেরা ৮টি দল নিয়ে আগামী বছর ১১ই ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যুতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানে ভারত কোনো ধরনের ক্রিকেট খেলেনা এক যুগেরও বেশি সময় ধরে। সর্বশেষ ২০০৮ সালে এশিয়া কাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান গিয়েছিল ভারত ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল তার আগের বছর ২০০৭ সালে। অন্যদিকে পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সর্বশেষ ভারত সফর করেছিল ২০১১ সালে। এরপর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। অবশ্য গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ভারতে গিয়েছিল। রাজনৈতিক কারণ ছাড়াও নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ছিল বেশ কয়েক বছর। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের বাসে হামলার কারণে কোনো দলই নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর করে নি বেশ কয়েক বছর। অনেকদিন পর পাকিস্তানে আবার আইসিসির বড় কোনো ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুরু থেকেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে অনীহা ছিল ভারতের। যেহেতু আইসিসির গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট তাই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার না করে ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানের বদলে নিরপেক্ষ কোনো ভেন্যু যেমন আরব আমিরাতের মত কোনো দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। প্রথমদিকে পাকিস্তানও হাইব্রিড মডেলের কথা চিন্তা করেছিল কিন্তু সেই চিন্তা থেকে পাকিস্তান সরে এসেছে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন রাজা নকভি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন "হাইব্রিড মডেল" বা ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যুতে কোনো ম্যাচ আয়োজনের ইচ্ছা তাদের নেই। এমনকি ভারত পাকিস্তানে না খেলতে চাইলে তাদের বাদ দিয়ে বাকি দলগুলো নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত বছর এশিয়া কাপেও হাইব্রিড মডেল ব্যবহার করা হয়েছিল। পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়। 

এদিকে ভারতের পাকিস্তানে না খেলতে যাওয়া কেন্দ্র করে বিপাকে পরেছে আইসিসি! যদিও ভারতের পক্ষ থেকে আইসিসিকে লিখিতভাবে কিছু জানানো হয় নি। যদি শেষ পর্যন্ত ভারত পাকিস্তান না যায় সেক্ষেত্রে ভারতকে বাদ দিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নাকি অন্য কোনো ভেন্যুতে ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আইসিসিকে ভারত ও পাকিস্তানের সাথে দর কষাকষি করতে হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নকভিও চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে লিখিত সিধ্যান্ত জানতে চেয়েছেন। ভারতের লিখিত বক্তব্যের ভিত্তিতে আইসিসির সাথে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ