টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে ২০২২ সালের পর এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে ২০১৮ সালের পর এই প্রথম টি২০ সিরিজ জিতলো বাংলাদেশ।
কিংসটাউনে দ্বিতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ১১ রানের মধ্যে লিটন দাস ও তানজিদ তামিমের উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পরে যায় বাংলাদেশ। তাদের বিদায়ের পর সোম্য সরকার ও মেহেদী মিরাজ ২৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কিছুটা সামাল দেয়ার চেষ্টা করে। কিন্তু ৬ রানের ব্যাবধানে দুজনকেই বিদায় নিতে হয়। দলের রান তখন ১০ ওভার শেষে মাত্র ৪৫। এরপর জাকের আলী ২১ বলে ২০ রানের ইনিংস খেললেও অপর প্রান্তে রিশাদ হোসেন ও মেহেদী হাসান তাড়াতারি আউট হয়ে যাওয়ায় আবার বিপদে পরে দল। আট নাম্বারে ব্যাটিংয়ে নেমে শামীম হোসেন ঝড়ো গতিতে ব্যাট চালাতে থাকেন। ১৭ বলে ২টি চার ও ২টি ছক্কার সাহাজ্যে ৩৫ রান তোলেন তিনি। তার এই রানের সুবাদেই লড়াই করার মত মোটামুটি একটা পুঁজি পায় বাংলাদেশ।
১২৯ রানের পুঁজিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ জেতা কঠিন তারপরও সিরিজ জয়ের স্বপ্ন তাড়িয়ে বেড়াচ্ছিল টাইগারদের। তাদের শারিরীক ভাষা ও মাঠের পারফরমেন্স ছিল আত্মবিশ্বাসী। শুরুটা ভালই করেছিল ওয়েস্ট ইন্ডিজ; প্রথম দুই ওভারে তুলে ফেলে ১৯ রান। কিন্তি তৃতীয় ওভারে তাসকিনের জোড়া আঘাতের পর একের পর এক উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। অন্যান্য বোলারাও উইকেট তুলে নেয়ায় সামিল হন। মাঝে রস্টন চেজ ৩৪ বলে ৩১ রান করলেও সুবিধা করতে পারেননি অন্য বেটাররা। ৯ ওভারে ৪২ রানে ৬ উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের পরাজয়টা ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে শেষ দিকে আকিল হোসেনের ৩১ রান কিছুটা শঙ্কা তৈরি করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো বাংলাদেশ। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার সুবর্ন সুযোগও তৈরি হলো। আগামী ২০শে ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় টি২০ ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১২৯/৭ (শামীম ৩৫*, মিরাজ ২৫, জাকের আলী ২১; মোতি ২/২৫, আকিল ১/১৬, আলজারি ১/২১)
ওয়েস্ট ইন্ডিজ: ১০২ অলআউট (চেজ ৩২, আকিল ৩১, চার্লস ১৪; তাসকিন ৩/১৬, রিশাদ ২/১২, মেহেদী ২/২০, তানজিম ২/২২)
ফলাফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচ: শামীম হোসেন (বাংলাদেশ)
সিরিজ: বাংলাদেশ ২-০ তে এগিয়ে।
0 মন্তব্যসমূহ