Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ; হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ ২০২৪

বাংলাদেশ দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল আগেই। গতকাল নিয়ম রক্ষার ম্যাচে টি২০ জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে বছরের শেষটা পুরোপুরি রঙিন করে দেশবাসীকে আনন্দে ভাসালো টাইগাররা। জয়ের নায়ক জাকের আলী খেলেছেন ৪১ বলে ৭২ রানের দূর্দান্ত এক ইনিংস।

কাল কিংস্টাউনে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিধ্যান্ত নেয় আত্মবিশ্বাসী বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১৮৯ রান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ টি২০ স্কোর। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। বড় সংগ্রহের মূল কারিগর হার্ডহিটার ব্যাটসম্যান জাকের আলী। তার ৪১ বলে ৭২ রানের ম্যাজিক ইনিংসের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্যমাত্রা দিতে সমর্থ হয় বাংলাদেশ। জাকের আলীর ৭২ রানের ইনিংসে মেরছেন ৬টি ছক্কা আর ৩টি চার। শেষ ওভারে তিন ছক্কাসহ নিয়েছেন ২৪ রান যেটা বাংলাদেশের শেষ ওভারে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে মাত্র ১১৪ রান। শেষ ৫ ওভারে এসেছে ৭৫ রান যার অধিকাংশই জাকের আলীর ব্যাট থেকে। এছাড়া শুরুতে চমৎকার ব্যাটিং করেছেন দলে সদ্য সুযোগ পাওয়া ওপেনার পারভেস হোসেন ইমন। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ডমিনেট করে খেলেছেন ২১ বলে ৩৯ রানের ঝলমলে ইনিংস। চার মেরেছেন ৪টি আর ছক্কা ২টি। এছাড়া মেহেদী মিরাজের ২৩ বলে ২৯ রান ও তানজিম সাকিবের ১২ বলে ১৭ রান দলকে বড় স্কোর গড়তে সহায়তা করেছে।

১৯০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিংকে এলবিডব্লু করে ফেরত পাঠান তাসকিন। ইনিংসের শেষ উইকেটও তুলে নেন তাসকিন। পুরো ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। বড় কোনো জুটি গড়তে পারেননি ব্যাটসম্যানরা। দলের পক্ষে শেফার্ড সর্বোচ্চ ৩৩ রান ও চার্লস ২৩ রান সংগ্রহ করেন। ২১ রানে ৩ উইকেট নিয়ে রিশাদ হোসেন সবচেয়ে সফল বোলার। এছাড়া মেহেদী হাসান ২টি, তানজিম সাকিব ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১৬.৪ ওভারে ১০৯ রানে অলআউট হলে ৮০ রানের জয় পায় বাংলাদেশ। আইসিসির পূর্ন সদস্য দলের বিপক্ষে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড।

টেস্ট সিরিজ ড্র ও ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশের কাছে টি২০ সিরিজ নিয়ে খুব একটা প্রত্যাশা ছিল এটা বলা যাবে না। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টি২০ ক্রিকেটে সব সময় শক্তিশালী দল। অন্যদিকে বাংলাদেশের দূর্বলতার জায়গা হলো টি২০! কিন্তু সবাইকে অবাক করে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে সিরিজ হারিয়ে বছরের শেষটা স্মরণীয় করে রাখলো বাংলাদেশ। ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের পর শক্তিশালী দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেলো টাইগাররা। ২০১২ সালে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর দীর্ঘ বিরতির পর আবারো তিন ম্যাচের সিরিজে কোনো দলকে বিদেশের মাটিতে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি২০, সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭ (জাকের ৭২*, পারভেজ ৩৯, মিরাজ ২৯, তানজিম ১৭; শেফার্ড ২/৩০, চেজ ১/১৫)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৪ ওভারে ১০৯ (শেফার্ড ৩৩, চার্লস ২৩, পুরান ১৫; রিশাদ ৩/২১, মেহেদী ২/১৩, তাসকিন ২/৩০)।
ফলাফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ:  জাকের আলী (বাংলাদেশ)
ম্যান অব দ্যা সিরিজ: মেহেদী হাসান (বাংলাদেশ)
সিরিজ: বাংলাদেশ ৩-০ তে জয়ী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ