Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বছরের শেষ টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করলো বাংলাদেশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১০১ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। কিংস্টনে এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। ২০০৯ সালে গ্রেনাডা টেস্ট জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৫ বছর পর জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ।

কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করার পরই জয়ের স্বপ্ন দেখা শুরু করে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে ফেলার প্রধান কাজটি করেন পেসার নাহিদ রানা। ১৮ ওভার বল করে ৬১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তিনি। অথচ প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৬৪ রানে অলআউট হয়ওার পর আরেকটা পরাজয়ই চোখ রাঙাচ্ছিল! প্রথম ইনিংসে ওপেনার সাদমান ইসলামের ৬৪ আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৩৬ রানের সুবাদে ১৮ রানের ছোটখাটো লিড পায় বাংলাদেশ। এই লিড পাওয়াটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় টাইগারদের।

প্রথম ইনিংসে লিড পাওয়া বাংলাদেশের লক্ষ্য ছিল স্মার্ট ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের সামনে দ্রুত একটা চ্যালেন্জিং স্কোর দাড় করানো। জাকের আলীর সাহসী ব্যাটিংয়ে সেই কাজটা ঠিকঠাক মতো করতে পেরেছে বাংলাদেশ। ছয় নাম্বারে ব্যাটিংয়ে নেমে ১০৬ বল খেলে ৮টি চার ও ৫টি ছক্কার সাহাজ্যে মূল্যবান ৯১ রান করে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৮৭ রানের টার্গেট ছুড়ে দেয়ার প্রধান কাজটি করেন জাকের আলী। এছাড়া সাদমান ইসলামের ৪৬, মিরাজের ৪২, দীপুর ২৮ ও লিটন দাসের ২৫ রানের কার্যকরী ইনিংসের সুবাদে মাত্র ৫৯ ওভারে ২৬৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। 

ওয়েস্ট ইন্ডিজকে এই টেস্ট জিততে হলে রেকর্ড করেই জিততে হতো। এর আগে এই মাঠে সর্বোচ্চ ২১২ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। তবে নিজ মাটিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড রান তাড়া করে জিতে যায় কিনা সেই শঙ্কাও ছিল। কিন্তু বাংলাদেশের বোলারদের দৃঢ়তায় ১৮৫ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাইজুল ইসলাম তার ঘূর্নি যাদুতে তুলে নেন ৫ উইকেট। পেসাররাও নিয়ন্ত্রিত বোলিং করে নিয়মিত উইকেট তুলে জয়ের কাজটি সহজ করে দেয়। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দুজনেই দুটি করে উইকেট তুলে নেন। 

ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টেস্টে জয়টা ছিল অনেক প্রত্যাশিত। এ বছর পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর ইন্ডিয়ার সাথে ও নিজ দেশে সাউথ আফ্রিকার সাথে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টে বাজে ভাবে হেরে যাওয়ার পর দলের আত্মবিশ্বাস ফিরে পেতে এমন একটা জয়ই দরকার ছিল। বছরের শেষ টেস্ট জয়ে খুশি টীম ম্যানেজমেন্ট ও ভক্ত-সমর্থকরাও।

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ টেস্ট জিতেছিল ১৫ বছর আগে। ২০০৯ সালের সেই সিরিজে দুটি টেস্ট ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। তবে সেবার ওয়েস্ট ইন্ডিজের মূল প্লেয়ারদের সাথে বোর্ডের আর্থিক সমস্যার কারনে বাংলাদেশকে তখন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের সাথে খেলতে হয়েছিল। এরপর বাংলাদেশ আরো দুবার ওয়েস্ট ইন্ডিজ সফর করলেও কোনো ম্যাচে জয়লাভ করতে পারেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ