সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১১তম আসরের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ফাইনালে ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে যুবারা। গত বছর এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানে পরাজিত করে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
গ্রুপ রাউন্ডে আফগানিস্তান ও নেপালের সাথে জিতলেও শ্রীলঙ্কার সাথে হেরে গিয়েছিল বাংলাদেশ। ফলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমি ফাইনালে যায় বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানের সাথে ৭ উইকেটের সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ফাইনালে শক্তিশালী ভারতের সাথে একটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচের আশাই করেছিল সবাই। প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রান তোলার পর আরও ৩০/৪০ রান কম হওয়ার যে আক্ষেপ ছিল বাংলাদেশের পেসাররা অসাধারন বোলিং করে সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে ৬৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশকে মোটামুটি একটা চ্যালেঞ্জিং স্কোর দাড় করাতে মুল ভুমিকা পালন করেন মোহাম্মদ সিহাব জেমস ও রিজান হোসেন জুটি। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন মিলে সংগ্রহ করেন ৬২ রান। দলের পক্ষে জেমস ৪০ আর রিজান ৪৭ রান যোগ করেন। তাদের বিদায়ের পর নিয়মিত উইকেট পড়তে থাকলেও রান সচল রাখার দায়িত্ব পালন করেন উইকেট কিপার ব্যাটসম্যান ফরিদ হাসান ফয়সাল। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে দলের জন্য মূল্যবান ৩৯ রান যোগ করেন তিনি।
১৯৮ রানের টার্গেটে খেলতে নেমে ভারত সহজেই লক্ষ্যে পৌঁছে যাবে এমনটাই অনুমিত ছিল। তাদের দলে রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান ব্যাটসম্যান। কিন্তু খেলাটা যে বয়সভিত্তিক প্রতিযোগিতা; আর বাংলাদেশের তরুন পেসাররা ছেড়ে কথা বলার নয়! ২৪ রানের মধ্যেই দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে দেয় পেসাররা। তৃতীয় উইকেট জুটিতে ২০ রান এবং চতুর্থ উইকেট জুটিতে ২৯ রান যোগ করে পরিস্থিতি কিছুটা সামাল দেয়ার চেষ্টা করে ভারতীয় ব্যাটসম্যানরা। এরপরই ২১তম ওভারে জোড়া আঘাত হানে ইকবাল হোসেন ইমন। ৯২ রানে ভারতের ৭ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া ছিল সময়ের অপেক্ষা মাত্র। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ভারত ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হলে ৫৯ রানের জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ।
এই জয়ের ফলে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জয়ের পাশাপাশি ২০১৯ সালের ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে যাওয়ার মধুর প্রতিশোধ নিয়ে নিল বাংলাদেশ। সেবার ভারতের দেয়া মাত্র ১০৬ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। ম্যাচ হেরেছিল মাত্র ৫ রানে!অ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালের সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯৮/১০, ৫০ ওভার (জাওয়াদ ২০, আজিজুল ১৬, শিহাব ৪০, রিজন ৪৭, ফরিদ ৩৯; যুধজিৎ ২/২৯, চেতন ২/৪৮, হারদিক ২/৪১)।
ভারত: ১৩৯/১০, ৩৫.২ ওভার (সিদ্ধার্থ ২০, কার্তিকিয়া ২১, আমান ২৬, হারদিক ২৪; আজিজুল ৩/৮, ইমন ৩/২৪, ফাহাদ ২/৩৪)।
ফল : বাংলাদেশ যুব দল ৫৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : ইকবাল হোসেন ইমন।
টুর্নামেন্ট সেরা : ইকবাল হোসেন ইমন।
0 মন্তব্যসমূহ