Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বিপিএল-২০২৫; প্লে-অফে যাওয়ার লড়াই জমে উঠেছে চিটাগাং, রাজশাহী ও খুলনার মধ্যে

বিপিএল ২০২৫ প্লে-অফ

বিপিএল চলতি মৌসুমে ঢাকার সেকেন্ড ফেইজের শেষ পর্যায়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। লীগ পর্যায়ের ৪২টি ম্যাচের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ৩৬টি ম্যাচ। ইতিমধ্যে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল দুটির শুধু প্লে-অফ না, প্রথম কোয়ালিফায়ার রাউন্ডও মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। উভয় দলই ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অন্যান্য দলের চেয়ে অনেকটা এগিয়ে আছে।

প্লে-অফের তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য লড়াইটা হবে চিটাগাং কিংস, দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের মধ্যে! ইতিমধ্যে প্লে-অফের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্টাইকার্স। প্রথম ৬ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে শুরুতেই ছিটকে পড়েছে চিত্রনায়ক সাকিব খানের ঢাকা। পরবর্তীতে জয়ের ধারায় ফিরলেও বর্তমানে তাদের পয়েন্ট মাত্র ৬। বাকী দুই ম্যাচ জিতলেও প্লে-অফে যাওয়ার কোনো সুযোগ নেই দলটির। সিলেটের অবস্থা আরো খারাপ। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র ৪। শেষ পাঁচ ম্যাচের একটিও জিততে পারেনি দলটি।

লীগের সবগুলো ম্যাচ খেলে ফেলা রাজশাহীর মোট পয়েন্ট ১২। প্লে-অফে জায়গা পেতে দলটিকে এখন অন্য দলের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। নেট রানের হিসেবেও দলটি ভালো অবস্থানে নেই। তাদের নেট রানরেট -১.০৩০। এদিক দিয়ে কিছুটা ভালো অবস্থানে আছে চিটাগাং কিংস। ৯ ম্যাচে শেষে দলের সংগ্রহ ১০ পয়েন্ট, রানরেট +১.০৪৫। বাকি তিন ম্যাচে খেলতে হবে শক্তিশালী বরিশাল, রংপুর ও সিলেটের সাথে।  শুধু ১ ম্যাচ জিতেই রানরেট ধরে রেখে প্লে-অফে যাওয়ার সুযোগ আছে দলটির। আর যদি অবিশ্বাস্যভাবে তিন ম্যাচ জিতে যায় তাহলে প্রথম কোয়ালিফায়ার রাউন্ডে খেলার সুযোগও হতে পারে। তবে এজন্য রংপুর আর বরিশালের হারতে হবে বাকি ম্যাচগুলো! এরপর আসবে রানরেটের হিসাব। 

১০ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া খুলনা টাইগার্সের এখনো সুযোগ আছে প্লে-অফে যাওয়ার। কিন্তু এজন্য বাকি দুই ম্যাচে তাদের জিততে হবে রংপুর ও ঢাকার সাথে। দুই ম্যাচ জিতলে রাজশাহীর সমান ১২ পয়েন্ট হবে তাদের। রানরেটে সুবিধাজনক অবস্থানে থাকায় রাজশাহীকে পেছনে ফেলে প্লে-অফে চলে যাবে দলটি।

প্লে-অফের চূড়ান্ত চারটি দলের দেখা পেতে অপেক্ষা করতে হবে লীগ পর্বের শেষ দিন ১লা ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে প্লে-অফ ও ফাইনালে বিদেশি নতুন কিছু তারকা ক্রিকেটারের আগমনের আনাগোনা শোনা যাচ্ছে। বকেয়া পেমেন্ট সংক্রান্ত জটিলতায় রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা বিপিএল বয়কট করলেও নতুন বিদেশি তারকাদের দলে টানার চেষ্টা করছে অন্যান্য দল। 

রংপুরে সুনীল নারাইন ও ডেভিড ওয়ার্নারকে দেখা যাবে এরকম আভাস পাওয়া গেছে রংপুরের এক কর্মকর্তার কাছ থেকে। বরিশাল তাদের পুরাতন প্লেয়ার কাইল মায়ার্স ও নিউজিল্যান্ডের অ্যাডাম মিলানকে আনার চেষ্টায় আছে। খুলনা ও চিটাগাং যদি প্লে-অফে কোয়ালিফাই করতে পারে তাহলে তারাও বিদেশি দু-একজন ক্রিকেটারকে দলে আনবে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন দলের কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ