Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বিপিএল ২০২৫; রংপুরের প্লে-অফ নিশ্চিত, বাদ ঢাকা

 

বিপিএল ২০২৫ আপডেট

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম আসর। লীগ পর্যায়ের ৪২টি ম্যাচের মধ্যে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে ২৮টি ম্যাচ। ঢাকা-সিলেট হয়ে বর্তমানে চট্টগ্রামের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ২২ ও ২৩শে জানুয়ারি লীগ পর্যায়ের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর টুর্নামেন্ট আবার ঢাকায় ফিরে আসবে। সূচি অনুযায়ী লীগ পর্যায়ের বাকি ম্যাচ, প্লে অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

টুর্নামেন্টের ফরম্যাটে তেমন কোনো পরিবর্তন না হলেও বিসিবির পরিচালনা কমিটিতে ব্যাপক পরিবর্তন হওয়ার কারণে অনেকেই এবারের বিপিএলে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আশা করেছিলেন। বিসিবি থেকেও ভালো কিছুর ইঙ্গিত দেয়া হয়েছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন, টিকিট অব্যবস্থাপনা, খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ সংক্রান্ত জটিলতাসহ বেশকিছু কারণে এবারের আসরও প্রশ্নবিদ্ধ হয়েছে। ফ্র্যাঞ্চাইজি মালিকেরা কেউ কেউ এবার বিপিএল আয়োজন না করলেই ভাল হতো এমন মন্তব্যও করেছেন। তবে দেশের ক্রিকেট প্রেমীরা মাঠে গিয়ে ঠিকই খেলা দেখছেন। আর যারা মাঠে যেতে পারছেন না তারা টেলিভিশনে অথবা মুঠোফোনে ম্যাচ দেখছেন অথবা স্কোর জেনে নিচ্ছেন।

এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে ভাল অবস্থানে আছে রংপুর রাইডার্স। কোনো ম্যাচ না হেরে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি। গতবারের চ্যাম্পিয়ন দল তারকাসমৃদ্ধ ফরচুন বরিশালও ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা টিচাগাং কিংসেরও ভালো সুযোগ আছে প্লে-অফে খেলার। 

টুর্নামেন্টে হতাশাজনক পারফরমেন্স করে ইতিমধ্যে প্লে-অফ খেলার সুযোগ নষ্ট করেছে তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা। নতুন নাম নিয়ে চিত্রনায়ক শাকিব খানের দল হেরেছে টানা ৬টি ম্যাচ । পরের দুই ম্যাচ জিতলেও ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ঢাকা ক্যাপিটালস। একই অবস্থা সিলেট স্টাইকার্সের! ৮ ম্যাচে ২ জয়ে তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। বাকি চার ম্যাচ জিতলেও দলটির প্লে-অফে খেলার সুযোগ খুব কম। 

চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিতে লড়াইটা হতে পারে খুলনা ও নবাগত রাজশাহীর মধ্যে। দুই দলের পয়েন্টই ৬, তবে রাজশাহীর চেয়ে খুলনা দুই ম্যাচ কম খেলেছে, সেই হিসেবে সুযোগটা তাদেরই বেশি থাকবে। 

বিপিএলের এবারের আসরে রানের ছড়াছড়ি চলছে! ওভার প্রতি রানের হিসেবে আগের সব আসরকে ছাড়িয়ে গেছে এবারের টুর্নামেন্টে। এখন পর্যন্ত ওভার প্রতি রান এসেছে ৯ এর উপরে। ২০০+ স্কোর হয়েছে ১১ বার আর ১৮০+ স্কোর হয়েছে ১১ বার। 

ব্যক্তিগত রানে সবচেয়ে এগিয়ে আছে রাজশাহীর এনামুল হক বিজয়। ৯ ইনিংসে ৪৯.২৮ গড় ও ১৩৮ স্ট্রাইকরেটে তার মোট রান ৩৪৫। শতক হাকিয়েছেন ১টি আর অর্ধশতক ২টি। দলীয়ভাবে  ঢাকা বাজে পারফরমেন্স করলেও ব্যক্তিগত রান সংগ্রহে চমক দেখিয়েছেন তানজিদ তামিম ও লিটন দাস। ৯ ইনিংস খেলে ১টি শতক ও ২টি অর্ধশতক নিয়ে ৩৩০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তানজিদ তামিম আছেন দ্বিতীয় অবস্থানে। লিটন দাস এক ইনিংস কম খেলেও ১টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি নিয়ে করেছেন ৩২৩ রান। এছাড়া তিনশর ওপরে রান করেছেন চিটাগাংয়ের গ্রাহাম ক্লার্ক। ৭ ইনিংস খেলে তার সংগ্রহ ৩১৬ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টে মোট সেঞ্চুরি হয়েছে ৭টি।

বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রাজশাহীর তাসকিন আহমেদ। ৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ২০। এর মধ্যে ঢাকা ক্যাপিটালসের সাথে ম্যাচেই নিয়েছেন ৭ উইকেট। উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন খুলনার আবু হায়দার রনি। ৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৩।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ