Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বিপিএল-২০২৫; সবার আগে ফাইনালে বরিশাল, বাদ রংপুর

ফরচুন বরিশাল, বিপিএল ফাইনাল-২০২৫

বিপিএলের ১১তম আসরে সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল। গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ানরা। গ্রুপ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা বরিশাল অনেকটা হেসে খেলেই প্লে-অফ রাউন্ড পার করেছে। প্লে-অফের আগে বেশ কয়েকজন বিদেশি নতুন খেলোয়াড় আসার কথা থাকলেও কিছু জটিলতার কারণে শেষ মুহূর্তে শুধু কাইল মায়ার্সই স্কোয়াডে যুক্ত হতে পেরেছেন। তবে এবারের টুর্নামেন্টে দেশি-বিদেশি তারকাদের নিয়ে গড়া দলটি আগে থেকেই শক্তিশালী ও আত্মবিশ্বাসী ছিল।

গতকাল টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। প্লে-অফে নতুন বিদেশি খেলোয়াড় আনার পক্ষে ছিল না চিটাগাং। তাই নিয়মিত খেলোয়াড়দের উপর ভরসা করেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামে দলটি। লীগ পর্বের শেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে যাওয়া চিটাগাং একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিবে এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু ব্যাটিংয়ে নেমে দেখা গেলো উল্টে চিত্র! অনূর্ধ্ব -১৯ দল থেকে উঠে আসা ওপেনার পারভেস হোসেন ইমন ও শামীম হোসেন ছাড়া অন্য কোনো ব্যাটারই দলের জন্য কোনো ভূমিকা রাখতে পারেনি। এই দুজন ছাড়া দুই অঙ্কের স্কোর করাও কারো পক্ষে সম্ভব হয়নি। ৩৪ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ইমন ও শামীম মিলে দৃঢ়তার সাথে ব্যাটিং করে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যায়। দুজন মিলে যোগ করেন ৭৭ রান। ১৪তম ওভারে দলীয় ১১১ রান ও নিজের ৩৬ রানের মাথায় ইমন রিশাদের শিকার হওয়ার পরই আবার ব্যাটিং বিপর্যয় শুরু হয়। শামীম হোসেন একপ্রান্তে কিছু রান যোগ করলেও অন্য সবাই হতাশ করেছে। ১৯তম ওভারে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পূর্বে শামীম ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেন যেখানে চারের মার ছিল ৯টি আর ছক্কা ৪টি। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট পাওয়া মোহাম্মদ আলি বরিশালের সবচেয়ে সফল বোলার। এরমধ্যে আলী ১৯তম ওভারে এক ওভারেই তুলে নিয়েছেন ৫ উইকেট যেটা বিপিএলের একটা রেকর্ড। অন্যান্য বোলারদের মধ্যে মায়ার্স ২টি, এবাদত ও রিশাদ ১টি করে উইকেট পেয়েছেন।

১৫০ রানের টার্গেটে খেলতে নেমে কোনোরকম ঝুকি  না নিয়ে খেলতে থাকে বরিশাল। ১৭.২ ওভারে ক্যাপ্টেন তামিম ইকবালের উইকেট হারিয়ে দল জয়ের বন্দরে পৌঁছে যায় সহজেই। তামিম ও তাওহীদ হৃদয় ওপেনিং জুটিতে ৮.২ ওভারে সংগ্রহ করেন ৫৫ রান। তামিম ব্যক্তিগত ২৯ রানে খালেদ মাহমুদের শিকার হওয়ার পর ডেভিড মালান ও তাওহিদ হৃদয় অবিচ্ছেদ্য ৯৫ রানের জুটি গড়ে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন। এবারের আসরে ব্যাটিংয়ে তেমন আলো না দেখানো তাওহিদ হৃদয় এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই জ্বলে উঠেন। স্ট্রোকের ফুলঝুরি ছড়িয়ে ৮২ রান তুলে নেন মাত্র ৫৬ বল খেলে। ইনিংসে চার মারেন ৯টি আর ছক্কা ২টি। অপর দিকে ২২ বলে দুটি ৪ আর ১টি ছক্কায় ৩৬ রান করে হৃদয়কে যোগ্য সমর্থন দেন ডেভিড মালান।

দিনের অপর ম্যাচে হতাশাজনক পারফরমেন্স করে খুলনার সাথে ম্যাচ হেরে প্লে-অফ থেকে বিদায় নেয় রংপুর রাইডার্স। অথচ রংপুরকে এবারের আসরে সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করেছিলেন অনেকেই। লীগ পর্বে অপ্রতিরোধ্য রংপুর প্রথম ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করার পরই শুরু হয় বিপর্যয়! লীগের শেষ ৪ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার শীর্ষ থেকে তিন নাম্বার পজিশনে চলে যায় দলটি। প্লে-অফে শক্তিমত্তা বাড়ানোর জন্য তিন বিদেশি তারকা খেলোয়াড় আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে দলে ভেড়ানোর পর পারফরমেন্স আরো বাজে। গতকালের ম্যাচে নতুন তিন বিদেশির সম্মিলিত অবদান মাত্র ১২ রান। 

এলিমিনেটর ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয় তারকাখচিত রংপুর। ইনিংসের শেষ দিকে আকিফ জাবেদ ১৮ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস না খেললে স্কোরের অবস্থা আরো ভয়াবহ হতো। অন্যান্য ব্যাটসম্যানের মধ্যে উল্লেখ করার মত ক্যাপ্টেন নুরুল হাসান করেছেন ২৩ রান। আর কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেন নি। রংপুরের ব্যাটিংকে ধ্বংসস্তূপে পরিণত করার কাজটি করেছেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। দুজনেই ৪ ওভার বোলিং করে তুলে নিয়েছেন ৩টি করে উইকেট। 

৮৬ রানের টার্গেটে ম্যাচে ফলাফল কি আর হতে পারে! ইনিংসের তৃতীয় বলে দলীয় ২ রানে আকিফ জাবেদের বলে মেহেদী মিরাজের ০ রানে বোল্ড হওয়া ছাড়া বলার মত আর কোনো ঘটনা নেই। মিরাজের বিদায়ের পর মোহম্মদ নাইম ও এলেক্স রস দুজন মিলে প্রয়োজনীয় রান সংগ্রহ করে ম্যাচ শেষ করে দেন। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম গতকালও ৩৩ বলে ৪৮ রান সংগ্রহ করেন। ইনিংসে চার মেরেছেন ৩টি ও ছক্কা ৪টি। তার সঙ্গী এলেক্স রস করেছেন ২৭ বলে ২৯ রান। চারের মার আছে ৪টি। এই জয়ের ফলে খুলনার ফাইনালে যাওয়ার স্বপ্ন এখনো টিকে রইলো। আগামীকাল সন্ধ্যা ৬:৩০টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চিটাগাং কিংসের মুখোমুখি হবে খুলনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ