আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১৯শে ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ব্লকবাস্টার এই ইভেন্টটি। টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশ্য বাংলাদেশ দল ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ সহ ভারতের বিপক্ষে ম্যাচটি খেলে পাকিস্তান চলে যাবে টাইগাররা! রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।
এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে ইংল্যান্ডে। প্রায় সাত বছর পর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির চমকপ্রদ ও টুকিটাকি খবরগুলো এক নজরে দেখে নেয়া যাক।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ও ভেন্যুসমূহ:
পাকিস্তান এবারের আসরের একক আয়োজক হওয়ার কথা থাকলেও ভারতের পাকিস্তানে খেলতে যাওয়ার অসম্মতির কারণে হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচী এই তিনটি ভেন্যু ছাড়াও দুবাইতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী দল ও টুর্নামেন্টের ফরম্যাট:
এবারের আসরে আয়োজক হিসেবে পাকিস্তান সরাসরি টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। উল্লেখ্য, পাকিস্তান ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল। আইসিসির পূর্বঘোষণা অনুযায়ী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষ ৭টি দল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। গত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্ট বাংলাদেশ ৮ম দল হিসেবে টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেও বাদ পরেছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অন্যদিকে প্রথমবারের মতো টুর্নামেন্টে সুযোগ পেয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টের অন্যান্য দলগুলো হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়ে থাকে। শুরুতে মিনি বিশ্বকাপ বা নকআউট বিশ্বকাপ নামে পরিচিত থাকলেও বর্তমানে গ্রুপ পর্বে রাউন্ড রবিন লীগ ও সেমিফাইনাল, ফাইনাল নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। গ্রুপ পর্বে ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের সাথে ম্যাচ খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচসমূহ:
এ গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুবাইতে ২০শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪শে ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের সাথে ২য় ম্যাচ এবং ২৭শে ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের সাথে শেষ ম্যাচটি খেলবে টাইগাররা। বাংলাদেশের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারের তালিকা:
আইসিসির যে কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে বিরাট অঙ্কের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দল ও ম্যাচ জয়ের জন্যও আলাদা করে অর্থ পুরস্কার দেয়া হয়। এবারের আসরে পুরস্কার বাবদ অর্থের পরিমাণ আগের বারের চেয়ে ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।
এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২৭ কোটি ৬ লাখ টাকা আর রানার্সআপ দল পাবে ১৩ কোটি ৫৩ লাখ টাকা। সেমি ফাইনালে বাদ পরা দুই দল পাবে ৬ কোটি ৭৬ লাখ টাকা। ৫ম ও ৬ষ্ঠ দল পাবে ৪ কোটি ২২ লাখ টাকা এবং ৭ম ও ৮ম দল পাবে ১ কোটি ৬৯ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক দলকে আলাদা করে ১ কোটি ৫১ লাখ টাকা ও গ্রুপ পর্বে প্রত্যেকটি ম্যাচ জয়ের জন্য দলকে ৪১ লাখ টাকা প্রদান করা হবে। অর্থাৎ বাংলাদেশ যদি টুর্নামেন্টে কোনো ম্যাচও না জিতে তারপরও প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে।
যেভাবে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ:
আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বিশ্বের ৮০টির বেশি দেশ থেকে ক্রিকেট ভক্তরা সরাসরি উপভোগ করতে পারবে। বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। ডিজিটাল প্ল্যাটফর্ম টফি ব্যবহার করেও খেলা দেখা যাবে। ভারত থেকে খেলা দেখা যাবে জিওস্টার, স্টার স্পোর্টস ও চ্যানেল ১৮ এর মাধ্যমে। পাকিস্তানের পিটিভি ও টেন স্পোর্টসও খেলা সরাসরি সম্প্রচার করবে।
এ ছাড়াও প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ১৬টি ফিডে নয়টি ভিন্ন ভাষায় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সম্প্রচার করা হবে। ভাষাগুলো হলো ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড়।
0 মন্তব্যসমূহ