Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রাপ্তি হৃদয়ের সেঞ্চুরি আর ৫ কোটি ৭৬ লাখ টাকা !

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫; বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া বললেও নাজমুল হোসেনের দলের পারফরমেন্সে তার প্রতিফলন দেখা যায় নি। ভারত, নিউজিল্যান্ডের কাছে পরাজয় আর বৃষ্টির কারণে পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের।

প্রথম ম্যাচে ভারতের সাথে ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর যখন অল্প রানে অলআউট আর শোচনীয় পরাজয়ের শঙ্কা তৈরি হয়েছিল তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হৃদয়ের করা সেঞ্চুরিটাই এবারের টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র উল্লেখযোগ্য মুহূর্ত! যদিও তার সেঞ্চুরি দলকে বড় স্কোরের সন্ধান দিতে পারেনি! ২২৯ রানের টার্গেট ছুতে ভারতের তেমন কোনো সমস্যাই হয় নি। ৬ উইকেটে ম্যাচ হেরেছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথেও একই চিত্র! বড় স্কোর করতে না পারার ব্যর্থতা। অধিনায়ক শান্তর ধীরগতির ব্যাটিংয়ের সাথে জাকের আলী, রিশাদ হোসেনের প্রচেষ্টায় সর্বসাকুল্যে ২৩৬ রানই করতে পেরেছে বাংলাদেশ। ফলাফল নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। অভিজ্ঞ মাহমুদউল্লাহ, মুসফিক, সৌম্যরা দলকে কন্ট্রিবিউট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ২৭০/২৮০ রানের পুঁজি না থাকলে বোলারদের তেমন কিছুই করার থাকে না। তারপরও রিশাদ হোসেন, তাসকিন, নাহিদ রানারা মাঝে মাঝে ব্রেকথ্রু দিয়ে দলকে উজ্জীবিত করার চেষ্টা করেছে।

দুই ম্যাচ হেরে সেমির স্বপ্ন শেষ হয়ে যাওয়া বাংলাদেশ দলের প্রত্যাশা ছিল শেষ ম্যাচে পাকিস্তানের সাথে জিতে দেশবাসীকে কিছুটা সান্ত্বনা দেয়া! কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচে বল মাঠে গড়ানোর কোনো সুযোগই পায় নি। ফলে পয়েন্ট ভাগাভাগি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। তবে বৃষ্টিতে পাওয়া এক পয়েন্টের সুবাদে ৬ষ্ঠ স্থান নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের। এই ১ পয়েন্টের সুবাদে আর্থিকভাবেও বেশ লাভবান হয়েছে বিসিবি। 

পাকিস্তানের সাথে ম্যাচ জিতলেও বাংলাদেশ ৬ষ্ঠ স্থানেই থাকতো কিন্তু হারলে ৭ম বা ৮ম স্থানে চলে যেতে হতো, সেক্ষেত্রে প্রায় তিন কোটি টাকা লস হতো বিসিবির। ইংল্যান্ড তিন ম্যাচ হেরে ৮ম স্থান এবং পাকিস্তান ও বাংলাদেশের সমান পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তান চলে গেছে ৭ম স্থানে। ফলে ৫ম ও ৬ষ্ঠ স্থানের জন্য আইসিসির পূর্বঘোষিত ৩ লাখ ৫০ হাজার ডলার বা ৪ কোটি ২২ লাখ টাকা অর্থপুরস্কার পাবে বাংলাদেশ। 

৭ম, ৮ম স্থানের জন্য অর্থ-পুরস্কারের পরিমাণ ১ লাখ ৪০ হাজার ডলার বা ১ কোটি ৬৯ লাখ টাকা। যদি বাংলাদেশ ৭ম বা ৮ম স্থানে থাকতো তাহলে এই টাকাই পেতো। অন্যদিকে অংশগ্রহণকারী প্রতিটি দলেন জন্য আইসিসির বরাদ্দ ১ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ সবমিলিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে বাংলাদেশ দলের মোট অর্থ প্রাপ্তি প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা।

উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারানোর সুবাদে পয়েন্ট টেবিলের ৮ নম্বর দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সুযোগ পায় বাংলাদেশ। অন্যদিকে পয়েন্ট টেবিলে ৮ম স্থানের মধ্যে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থেকে বঞ্চিত হয় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ